1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ঐতিহাসিক জুলাইয়ে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

এদিকে জুলাই অভ্যুত্থান উপলক্ষে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক সংগঠন জুলাই মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। সোমবার দিবাগত রাত ১২টার পর থেকেই সবার কর্মসূচি শুরু হয়েছে।

আরো সংবাদ পড়ুন
নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন

নৌ পুলিশের সাতদিনের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন 📅 ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিগত ৭ (সাত) দিনব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল, মাছ, মাছের পোনা এবং চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে ৩৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬,২৬৩ কেজি মাছ, ২০ হাজার মাছের রেনু পোনা, ও ১০ লাখ ২ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ ছাড়া ৩৩৬টি নদী তীরবর্তী ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় মোট ৮৬টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে রয়েছে: ৪৪টি মৎস্য সংক্রান্ত মামলা ৭টি অপমৃত্যু মামলা ৩টি হত্যা মামলা ১টি ডাকাতি মামলা ১টি চাঁদাবাজি মামলা ২টি চুরি মামলা ২টি বালুমহাল মামলা ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং ২৫টি বেপরোয়া আচরণের মামলা অভিযানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের পোনা ও চিংড়ির রেনু পানিতে অবমুক্ত করা হয়েছে। নৌ পুলিশের এই ধারাবাহিক অভিযান দেশের জলজ সম্পদ রক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন

নৌ পুলিশের সাতদিনের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন 📅 ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিগত ৭ (সাত) দিনব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল, মাছ, মাছের পোনা এবং চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে ৩৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬,২৬৩ কেজি মাছ, ২০ হাজার মাছের রেনু পোনা, ও ১০ লাখ ২ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ ছাড়া ৩৩৬টি নদী তীরবর্তী ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় মোট ৮৬টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে রয়েছে: ৪৪টি মৎস্য সংক্রান্ত মামলা ৭টি অপমৃত্যু মামলা ৩টি হত্যা মামলা ১টি ডাকাতি মামলা ১টি চাঁদাবাজি মামলা ২টি চুরি মামলা ২টি বালুমহাল মামলা ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং ২৫টি বেপরোয়া আচরণের মামলা অভিযানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের পোনা ও চিংড়ির রেনু পানিতে অবমুক্ত করা হয়েছে। নৌ পুলিশের এই ধারাবাহিক অভিযান দেশের জলজ সম্পদ রক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট