1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স আয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স আয়ে রেকর্ড
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স আয়ে রেকর্ড

জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের আগস্টে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আত্মপ্রকাশ করে দেশ গঠনের ভার নেয়। সেই সময় থেকেই এই সরকারের প্রতি একাত্মতা প্রকাশ করেন দেশের রেমিট্যান্স যোদ্ধারা, যার প্রভাব দেখা যায় প্রতি মাসের প্রবাসী আয়ে। প্রবাসী আয়ের ধারাবাহিকতা প্রতি মাসেই লক্ষ করা গেছে। আর এর মধ্য দিয়ে রেমিট্যান্স প্রবাহের নতুন রেকর্ড গড়েছে ২০২৪-২৫ অর্থবছর।

সদ্য বিদায় নেওয়া অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০.৩২ বিলিয়ন ডলার, যা ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২৬.৮% বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যনুযায়ী, ২০২৪ সালের জুলাই থেকে এ বছরের জুন মাস পর্যন্ত রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন মোট ২৩ দশমিক ৯ বিলিয়ন ডলার। অর্থাৎ, এক অর্থবছরের ব্যবধানে প্রেরিত রেমিট্যান্স বেড়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার।

বিদায়ী অর্থবছরের শেষ মাস অর্থাৎ জুনে মোট ২.৮১ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গতবছর একই সময়ের তুলনায় ১১% বেশি। ২০২৪ সালে জুন মাসে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ২.৫৩ বিলিয়ন ডলার।

অর্থবছরের হিসাবে রেকর্ড রেমিট্যান্সের পাশাপাশি মাসিক হিসাবে এবছরের মার্চে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স এসেছে দেশে।

ঈদ-উল ফিতরকে কেন্দ্র করে বিদায়ী অর্থবছরের মার্চে ৩ বিলিয়ন ডলারেরও বেশি রেমিট্যান্স এসেছে, যা শুধু এ অর্থবছরের জন্য নয়, দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ব্যাংক এবং আর্থিক খাতসংশ্লিষ্টরা বলছেন, হুন্ডির বদলে প্রবাসীদের মধ্যে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রবণতা আগের তুলনায় অনেক বেড়েছে। এজন্যই রেমিট্যান্সের প্রবাহ উর্ধ্বমুখী।

রেমিট্যান্সের ইতিবাচক প্রবাহ বজায় থাকলে রিজার্ভের ওপরে চাপ কমবে এবং আমদানি ব্যয় মেটানো সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন

নৌ পুলিশের সাতদিনের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন 📅 ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিগত ৭ (সাত) দিনব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল, মাছ, মাছের পোনা এবং চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে ৩৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬,২৬৩ কেজি মাছ, ২০ হাজার মাছের রেনু পোনা, ও ১০ লাখ ২ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ ছাড়া ৩৩৬টি নদী তীরবর্তী ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় মোট ৮৬টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে রয়েছে: ৪৪টি মৎস্য সংক্রান্ত মামলা ৭টি অপমৃত্যু মামলা ৩টি হত্যা মামলা ১টি ডাকাতি মামলা ১টি চাঁদাবাজি মামলা ২টি চুরি মামলা ২টি বালুমহাল মামলা ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং ২৫টি বেপরোয়া আচরণের মামলা অভিযানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের পোনা ও চিংড়ির রেনু পানিতে অবমুক্ত করা হয়েছে। নৌ পুলিশের এই ধারাবাহিক অভিযান দেশের জলজ সম্পদ রক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

নৌ পুলিশের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন

নৌ পুলিশের সাতদিনের অভিযানে অবৈধ জাল, মাছ ও পোনা জব্দ, আটক ৩৩৭ জন 📅 ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিগত ৭ (সাত) দিনব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল, মাছ, মাছের পোনা এবং চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে ৩৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নৌ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬,২৬৩ কেজি মাছ, ২০ হাজার মাছের রেনু পোনা, ও ১০ লাখ ২ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ ছাড়া ৩৩৬টি নদী তীরবর্তী ঝোপঝাড় ধ্বংস করা হয়। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় মোট ৮৬টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে রয়েছে: ৪৪টি মৎস্য সংক্রান্ত মামলা ৭টি অপমৃত্যু মামলা ৩টি হত্যা মামলা ১টি ডাকাতি মামলা ১টি চাঁদাবাজি মামলা ২টি চুরি মামলা ২টি বালুমহাল মামলা ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং ২৫টি বেপরোয়া আচরণের মামলা অভিযানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের পোনা ও চিংড়ির রেনু পানিতে অবমুক্ত করা হয়েছে। নৌ পুলিশের এই ধারাবাহিক অভিযান দেশের জলজ সম্পদ রক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট