1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

রাশিয়া ১০ লাখ ভারতীয় শ্রমিক নিতে পারে, সংবাদটি সত্য নয়

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

রাশিয়ায় দক্ষ শ্রমিকের তীব্র ঘাটতি মোকাবিলায় ২০২৫ সালের শেষ নাগাদ দুই মিলিয়ন পর্যন্ত ভারতীয় নাগরিক অভিবাসন করতে পারেন, এমন দাবি অস্বীকার করেছে রুশ শ্রম মন্ত্রণালয়। এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়, ২০২৫ সালের শেষ নাগাদ দশ লাখ ভারতীয় নাগরিক কাজের জন্য রাশিয়ায় যেতে পারেন।

ইউরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউসিসিআই) সভাপতি আন্দ্রে বেসেদিন ইউরেশিয়ান নিউজ এজেন্সি (ইএএন) এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, এ বছরের শুরুর দিকে এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা তাকে জানিয়েছেন, ২০২৫ সালের শেষ নাগাদ দশ লাখ ভারতীয় নাগরিক কাজের জন্য রাশিয়ায় যেতে পারেন। তিনি আরও জানান, আসন্ন অভিবাসন ব্যবস্থাপনার জন্য ইয়েকাতেরিনবার্গ শহরে নতুন একটি ভারতীয় কনস্যুলেট খোলা হবে।

রুশ মন্ত্রণালয় জানিয়েছে যে বিদেশী কর্মীদের জন্য ফেডারেল সরকারের কোটা ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে। ২০২৫ সালে, দুই লাখ ৩৫ হাজারেরও কম অভিবাসী কর্মসংস্থানের জন্য রাশিয়ায় প্রবেশ করতে পারবেন। ভারতের জন্য এই কোটা মাত্র ৭১ হাজারা ৮১৭ জন।

শ্রম মন্ত্রণালয় ২০৩০ সালের মধ্যে ৩১ লক্ষ কর্মীর ঘাটতির পূর্বাভাস দিয়ে জানিয়েছে যে ২০২৪ সালে, কোম্পানিগুলো এমন দেশ থেকে মাত্র ৪৭ হাজার যোগ্য অভিবাসী নিয়োগ করেছে, যেসব দেশের নাগরিকদের রাশিয়ায় প্রবেশের জন্য ভিসা প্রয়োজন।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার পর, রাশিয়া কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ বাস্তবায়ন করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ওই বছর এক লাখ ৯০ হাজারেরও বেশি বিদেশী নাগরিককে সেদেশ থেকে বহিষ্কার করা হয়েছিল।

 

সূত্র : আরটি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট