1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার শেষ দিনে কয়েকটি বিষয়ে দুই দেশ একমত হয়েছে। তবে আলোচনা অব্যাহত রাখতে দুই পক্ষই আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে যোগাযোগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী বৈঠক ভার্চুয়ালি কিংবা সামনাসামনি—দুই প্রক্রিয়াতেই হতে পারে। সময়-তারিখ খুব শিগগিরই নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব। এছাড়া আরও অংশ নেন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশেষজ্ঞরা।

তিনদিনের এই আলোচনা শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আশাবাদ প্রকাশ করেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই একটি ইতিবাচক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।

পুরো আলোচনার সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাণিজ্য উপদেষ্টা, সচিব ও অতিরিক্ত সচিব বৃহস্পতিবার (১২ জুলাই) দেশে ফিরবেন। প্রয়োজনে তারা আবারও আলোচনায় অংশ নিতে বিদেশে যাবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট