ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন দৈনিক পাবনার চেতনার সম্পাদক এস এম আদনান উদ্দিন।
বুধবার (২ জুলাই) সকালে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাবনার আমলী শাখা-১ থেকে জামিন মঞ্জুর করেন বিচারক মোরশেদুল আলম।
গত ২৮ এপ্রিল দৈনিক পাবনার চেতনায় চাঁদাবাজ সমন্বয়ক অর্থের লালসায় বিকিয়েছেন সব শিরোনামে সংবাদ প্রকাশের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পাবনার মুখপাত্র সিরাজুম মুনিরা ৬ই জুন দুপুরে পাবনা সদর থানায় বাদী হয়ে মামলা দায়ের করে।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় উল্লেখিত ব্ল্যাকমেইলিং প্রমানিত না হওয়ায় আদালত সাংবাদিক আদনানের জামিন মঞ্জুর করে।
এ বিষয়ে সাংবাদিক এস এম আদনান উদ্দিন বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলের কালো আইনে মামলা দায়ের করায় আদালত সরাসরি জামিন মঞ্জুর করেছে। চাঁদাবাজ ও দুনীর্তিবাজ সে যে সমন্বয়ক হোক আর রাজনৈতিক নেতা হোক অনুসন্ধানী সাংবাদিকদের কলম চলছে এবং চলবে।