1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

জরুরি সেবায় কল দিয়ে উদ্ধার পেলেন রুপসী ঝর্নায় আটকে পড়া ৮ পর্যটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে
জরুরি সেবায় কল দিয়ে উদ্ধার পেলেন রুপসী ঝর্নায় আটকে পড়া ৮ পর্যটক
জরুরি সেবায় কল দিয়ে উদ্ধার পেলেন রুপসী ঝর্নায় আটকে পড়া ৮ পর্যটক

চট্টগ্রামের মীরসরাই উপজেলার রূপসী ঝর্ণায় অতিবৃষ্টির কারণে আটকে পড়া ঢাকা থেকে ঘুরতে আসা ৮ জন শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে সাহায্য চাওয়ার পর দ্রুত অভিযানে অংশ নেয় সংশ্লিষ্ট সংস্থাগুলো।

জানা যায়, ঢাকা কলেজ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ও আর্মি ইউনিভার্সিটির আটজন ছাত্র সীতাকুণ্ডের বড় দারোগাহাট হয়ে ট্র্যাকিং করে রূপসী ঝর্ণায় ঘুরতে যান। কিন্তু ফেরার পথে টানা বর্ষণে পাহাড়ি ঝিরিপথ পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোতের নদীতে রূপ নেয়, যার কারণে তারা আটকে পড়েন। তাদের মধ্যে ৪ জন সাঁতার জানলেও ওই পরিস্থিতিতে কারও পক্ষেই ফিরে আসা সম্ভব হচ্ছিল না।

পরিস্থিতি বর্ণনা করে সকাল সাড়ে ১০টার দিকে ৯৯৯-এ ফোন করেন নুরনবী নামের এক পর্যটক। কলটি গ্রহণ করেন এএসআই কাজল ভুঁইয়া এবং কনস্টেবল আল-মামুন। তাৎক্ষণিকভাবে বিষয়টি মীরসরাই ফায়ার সার্ভিস স্টেশন ও থানাকে জানানো হয়।

পরে ঘটনাস্থলের দিকে রওনা হয় ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল অ্যাম্বুলেন্সসহ এবং মীরসরাই থানার একটি পুলিশ দল। প্রচণ্ড বৃষ্টির মধ্যে দীর্ঘ হাঁটাপথ অতিক্রম করে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এরপর দড়ি ব্যবহার করে তীব্র স্রোতের মধ্যে আটকে পড়া আটজন পর্যটককে একে একে নিরাপদে পার করে আনা হয়।

এই উদ্ধার অভিযানে সমন্বয় রক্ষা করেন ৯৯৯ পুলিশ ডিস্পাচার এএসআই হারুনুর রশীদ এবং ফায়ার ডিস্পাচার মো. হানজালাল।

সময়মতো পদক্ষেপ, আন্তরিক সহযোগিতা ও সমন্বিত অভিযানে সফলভাবে এই আটজন পর্যটককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট