1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ইসরায়েলের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা নিতে স্পেন-আয়ারল্যান্ডসহ ২০ দেশের সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৬ বার পড়া হয়েছে

স্পেন ও আয়ারল্যান্ডসহ ২০টির বেশি দেশ আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে মিলিত হতে যাচ্ছে কলম্বিয়ার বোগোতা শহরে। সেখানে তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ‘কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপ’ ঘোষণার পরিকল্পনা করেছে- এমনটাই জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

এই ‘জরুরি শীর্ষ সম্মেলন’ অনুষ্ঠিত হবে ১৫-১৬ জুলাই, যার আয়োজক কলম্বিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুই দেশ যৌথভাবে দ্য হেগ গ্রুপ-এর সহসভাপতি হিসেবে এই উদ্যোগ নিচ্ছে, যার লক্ষ্য ইসরায়েল ও তার শক্তিশালী মিত্রদের মাধ্যমে তৈরি ‘দায়মুক্তির পরিবেশ’ মোকাবিলা করা।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা বলেন, ‘আমরা একত্র হয়ে এমন আইনগত, কূটনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি যা অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ থামাতে পারে।’

কলম্বিয়ার বহুপাক্ষিক সম্পর্কবিষয়ক উপমন্ত্রী মরিসিও জারামিলো জাসির বলেন, ‘ফিলিস্তিনে চলমান গণহত্যা আমাদের পুরো বহুপাক্ষিক ব্যবস্থাকে হুমকির মুখে ফেলছে। এই সম্মেলনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত, জাতিসংঘ ও বাণিজ্যিক স্তরে সমন্বিত প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে।’

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট