1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ফিলিস্তিন’কে স্বীকৃতি দিতে ৬০ বৃটিশ এমপির চিঠি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যের লেবার পার্টির প্রায় ৬০ জন সাংসদ ব্রিটিশ সরকারকে ফিলিস্তিনকে অবিলম্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। গাজার রাফাহ শহরে ফিলিস্তিনি নাগরিকদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার পরিকল্পনা একদিকে মানবতাবিরোধী অপরাধ এবং অন্যদিকে জাতিগত নিধনের লক্ষ্যে পরিচালিত হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিটি লেবার ফ্রেন্ডস অব প্যালেস্টাইন অ্যান্ড দ্য মিডল ইস্ট নামের একটি প্রভাবশালী সংগঠনের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে।

চিঠিতে পাঁচটি প্রধান দাবি তুলে ধরা হয়েছে

১. জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএতে যুক্তরাজ্যের তহবিল অব্যাহত রাখা।
২. হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির জন্য কার্যকর উদ্যোগ নেওয়া।
৩. পশ্চিম তীরে অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা।
৪. অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া।
৫. দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করা।

এমপিরা চিঠিতে আরো বলেন যে, যদি সরকার এখন ফিলিস্তিনকে স্বীকৃতি না দেয়, তাহলে তা এই বার্তা দেবে যে, ফিলিস্তিনিদের রাষ্ট্র পাওয়ার আশা ভেঙে যাবে এবং বর্তমান দখলদারিত্ব স্থায়ী হতে পারে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিয়েছে যে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি তারা পালন করবেন, তবে এটি এমন সময়ে করা হবে যখন তাতে সর্বাধিক কূটনৈতিক প্রভাব থাকবে।

এদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও একই দাবি তুলে ধরে বলেন যে, যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আহ্বান করা জরুরি।

এই চিঠির মাধ্যমে এমপিরা তাদের নাম প্রকাশ্যে আনা হলো, পূর্বে পাঠানো একটি চিঠিতে তাদের নাম গোপন রাখা হয়েছিল।

সূত্র : দ্যা গার্ডিয়ান

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট