1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

অপকর্মকারী অধিকাংশই ৫ আগস্টের পর দলে ঢুকেছে- সোহেল

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, দলের নামে যারা দেশে নানা অপকর্মে জড়িয়ে পড়েছে, তাদের অধিকাংশই ৫ আগস্টের পর বিএনপিতে যোগ দিয়েছে। তিনি বলেন, এ ধরনের অপকর্মকারীদের বিরুদ্ধে দল কঠোর ব্যবস্থা নিচ্ছে, বিন্দুমাত্র বিলম্ব করা হচ্ছে না।

শনিবার (১২ জুলাই) রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সামনে একটি নির্বাচন রয়েছে। এই নির্বাচনকে ঘিরে বিএনপিকে হেয় প্রতিপন্ন করতে কিছু পক্ষ সক্রিয় হয়েছে। কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজপথে সরব হচ্ছেন। কিছু ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও, দল হিসেবে বিএনপির এ বিষয়ে কিছু করার নেই। তবে ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে সবাইকে সরব থাকা উচিত।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাকির হোসেন বাবলু, সদস্য সচিব মোঃ রোকনুজ্জামান সরকার রোকনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট