1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। বুধবার (১৬ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে সিরিজ নির্ধারণী এই লড়াই।

শুরুটা প্রত্যাশামতো হয়নি টাইগারদের। প্রথম ম্যাচে হারে লিটন দাসের দল। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, তুলে নেয় এক দাপুটে জয়। ফলে সিরিজ এখন ১-১ সমতায়। আজকের ম্যাচ তাই হয়ে উঠেছে ফাইনালের মতো।

এই গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে দল নিয়ে চলছে আলোচনা। বিশেষ করে টপ অর্ডারে পরিবর্তন আসবে কি না, সেটি নিয়ে ছিলো প্রশ্ন। তবে সূত্র অনুযায়ী, একাদশে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনকে নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, তাদের সময় দেয়া উচিত। সেজন্য ওপেনিংয়ে রদবদলের সম্ভাবনা খুবই কম।

মিডল অর্ডারে যথারীতি থাকবেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক। এই ব্যাটিং ইউনিটকে নিয়েই শেষ ম্যাচে বাজিমাত করতে চাইবে বাংলাদেশ।

বোলিং বিভাগেও খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। গত ম্যাচে চমৎকার বোলিং করা মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম আজকের ম্যাচেও একাদশে থাকবেন প্রায় নিশ্চিত। পেস আক্রমণে তাদের সঙ্গে থাকবেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম সাকিব।

স্পিন আক্রমণে ভরসা রিশাদ হোসেন। আগের ম্যাচে তার বোলিং বেশ কার্যকর ছিল, তাই তাকেও একাদশে রাখার সম্ভাবনা প্রবল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট