রাজধানীর শাহজাদপুরে আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুরের ভাটার থানার সৌদিয়া হোটেল থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়।
এর আগে, দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে ভাটার থানার সৌদিয়া হোটেলের ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে দুপুর ১২টা ৩১ মিনিটের দিকে বারিধারা ফায়ার স্টেশনের ২ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে দুপুর ১টা ৪ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসলে ভবনটিতে তল্লাশি চালিয়ে ৬ তলা থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের সবাই পুরুষ। তবে প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে, নিহতদের লাশ ৬ তলায় পাওয়া গেছে। এরমধ্যে একটি মরদেহ বাথরুমের ভেতরে এবং অপর তিনটি সিঁড়ির গোড়ায় পাওয়া গেছে। ওই সময় সিঁড়ির দরজায় তালা মারা ছিলো বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।