1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ১৫ জন উপপরিচালককে র‌্যাংক ব্যাজ পরালেন মহাপরিচালক

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সহকারী পরিচালক থেকে সদ্য পদোন্নতি পাওয়া ১৫ জন কর্মকর্তাকে উপপরিচালক পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে সম্মানিত করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানে মহাপরিচালক পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, “পদোন্নতি একটি গৌরবময় অর্জন হলেও এর সঙ্গে বাড়ে দায়িত্বের বহুমাত্রিকতা। প্রত্যেক কর্মকর্তা যেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন—এটাই বাহিনীর প্রত্যাশা।” তিনি আরও বলেন, এই অর্জন যেন বাহিনীর শৃঙ্খলা, স্বচ্ছতা ও গতি বৃদ্ধিতে ভূমিকা রাখে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের পক্ষে মোঃ জয়নাল আবেদীন অনুভূতি প্রকাশ করে বলেন, “এই পদোন্নতি আমাদের জন্য যেমন সম্মানজনক, তেমনি এটি ভবিষ্যতের দায়িত্ব পালনের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা। আমরা সবাই মিলে দেশের কল্যাণে ও বাহিনীর সেবায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করব।”

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:
১. মোঃ জয়নাল আবেদীন
২. এস.এম. শরিফুল ইসলাম
৩. মোঃ রেজাউল ইসলাম
৪. মোঃ আব্দুল আলীম
৫. মোহাঃ কামরুল ইসলাম
৬. মোহাম্মদ কামরুল ইসলাম
৭. মুহাম্মদ এমরানুল হক
৮. এস.এম. রায়হান হেলাল
৯. উজ্জ্বল ব্যানার্জী
১০. মোঃ সিদ্দিকুর রহমান খান
১১. মোহাম্মদ আজহারুল হুদা
১২. মোহাম্মদ রায়হান উদ্দীন ফকির
১৩. এস.এম. আকতারুজ্জামান
১৪. মোহাম্মদ রকিব উদ্দিন
১৫. মোহাম্মদ জসীম উদ্দিন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গত ৪ আগস্ট এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই কর্মকর্তাদের উপপরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়। আজকের অনুষ্ঠানের মাধ্যমে তাঁদেরকে র‌্যাংক ব্যাজ পরিয়ে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা প্রদান করা হয় এবং মহাপরিচালক তাঁদেরকে ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ; উপমহাপরিচালকবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট