1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

চূড়ান্ত সুপারিশের অপেক্ষায় চাকরিপ্রার্থীরা

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের ১ মাস পেরুলেও চূড়ান্ত সুপারিশের ফলাফল প্রকাশ করতে পারেনি কর্তৃপক্ষ। চূড়ান্ত সুপারিশ না হওয়ায় মানসিক হতাশায় ভুগছেন চাকরিপ্রার্থীরা।

একাধিক চাকরিপ্রার্থীর জানিয়েছেন, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে লিখিত ও ভাইভার পর গত ১৬ জুন গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তারপর প্রতিষ্ঠান চয়েসের জন্য ফরম পূরণের নির্ধারিত তারিখ ঘোষণা করে এনটিআরসিএ।

যা শেষ হয়েছে গত ১০ জুলাই। তারপর ১ মাস পেরুলেও চূড়ান্ত সুপারিশ করতে পারেনি এনটিআরসিএ। এতে আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই দ্রুত চূড়ান্ত সুপারিশ চাই আমরা।

এদিকে চূড়ান্ত সুপারিশ নিয়ে এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম গণমাধ্যমকে জানান, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে টেলিটকের কার্যক্রম এখনো শেষ হয়নি। চলতি সপ্তাহে সুপারিশের ফলাফল প্রকাশের কথা থাকলেও সেটি সম্ভব হবে না। আশা করছি আগামী সপ্তাহে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করতে পারব।

এনটিআরসিএ’র তথ্যমতে, গত ১৬ জুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে দেশের স্কুল-কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে এক লাখ ৮২২টি শূন্যপদে আবেদন আহ্বান করা হয়। ২২ জুন থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়।আবেদনের সময় শেষ হয়েছে গত ১০ জুলাই। তবে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন ৫৭ হাজার ৮৪০ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট