1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

আজ উপদেষ্টা হিসেবে শপথ নেবেন অধ্যাপক সি আর আবরার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
Today the oath of the new adviser, receiving the ministry

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকারকর্মী সি আর আবরার। বুধবার (৫ মার্চ) বেলা ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে।  তিনি শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন।

মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, “সি আর আবরার বুধবার শপথ নেবেন।  আমরা আশা করছি, তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন।”

প্রেস সচিব আরও বলেন, “ওয়াহিদউদ্দিন মাহমুদ অনেক দিন ধরেই চাচ্ছিলেন না একই সঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকতে। পরিকল্পনা মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়।  একই সঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয় দেখতে হচ্ছে।  সে জন্য সি আর আবরার উপদেষ্টা পরিষদে আসছেন।”

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। কয়েক দফায় নতুন কয়েকজন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট