চাঁদপুরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ছয় জন দগ্ধ হয়েছেন। শহরের কোড়ালিয়া এলাকার একটি বাসায় রোববার (৯ মার্চ) ভোরে সেহরির খাবার গরম করার সময় এ ঘটনা ঘটে।
এর মধ্যে মারাত্মক দগ্ধ চারজনকে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এ ছাড়া দুই জন চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।
অগ্নিদগ্ধ ছয় জনের মধ্যে আব্দুর রহমান সরদার (৬৫), তার স্ত্রী শাহানুর বেগম (৫৫), পুত্রবধূ খাদিজা আক্তার (৩২) ও ছোট ছেলে মঈনকে (১৮) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠান কর্তব্যরত চিকিৎসক।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আব্দুর রহমানের বড় ছেলে ইমাম হোসেন সরদার (৩২) ও মেজ ছেলে মিরাজের স্ত্রী দিবা আক্তার (২১) । গ্যাস লাইন লিকেজ থেকে এমন বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করছেন স্বজনরা।
আব্দুর রহমান সরদারের ভাগিনা শাহ আলম জানান, পরিবারের লোকজন ভোরে সেহরি খাওয়ার জন্য ওঠেন। এ সময় রান্নাঘরে চুলা জ্বালাতে গেলে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রান্না ঘরসহ কয়েকটি কক্ষের আসবাবপত্র ও লেপ-তোশক পুড়ে যায়। গুরুতর আহত ছয় জনকে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হয়। পরে ভবনের প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানো হয়।
ওই ভবনের পাশের ফ্লাটের প্রতিবেশী নাজনিন নিহা ও রাশিদা বেগম বলেন, ভোরে বিকট শব্দ শুনে আমরা ছুটে আসি। মনে হলো বিল্ডিং ভেঙে পড়েছে। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে চাঁদপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, “ঢাকায় যাদের পাঠানো হয়েছে তাদের মধ্যে কারও শরীরেরও ৫০ ও কারও ৬০ ভাগ পুড়েছে। এ ছাড়া চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন দুই জনের ২০ ভাগ পুড়েছে।