1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

২২ বছর ধরে নির্বাচন বন্ধ, চেয়ারম্যান অপসারণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদে গত ২২ বছর ধরে কোনও নির্বাচন হয়নি। সর্বশেষ ২০০২ সালে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং চেয়ারম্যান নির্বাচিত হন মো. আবু ইউছুফ। এরপর থেকে তিনি ইউনিয়নের সীমানা বিরোধের মামলা করে উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত রাখেন।

২০২৪ সালের জানুয়ারিতে নির্বাচনের তফসিল ঘোষিত হলেও পরে তা স্থগিত করা হয়। দীর্ঘ সময় ধরে জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার প্রতিবাদে এবং চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগের দাবিতে শনিবার (১০ মে) বেলা ১টায় পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, চেয়ারম্যান আবু ইউছুফ সীমানা বিরোধের মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন নির্বাচন বন্ধ রেখেছেন। তার বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ করে শত কোটি টাকার সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে। এ ছাড়া ২০০২ সালে ইউছুফের তেমন সম্পদ না থাকলেও বর্তমানে তিনি ঢাকায় ফ্ল্যাট, ভোলায় ও লালমোহনে বাড়ি নির্মাণের তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হলেও, ১০ এপ্রিল সুপ্রিম কোর্টের একটি রায়ের ভিত্তিতে ইউছুফ আবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। সাধারণ মানুষ অভিযোগ করেন, জন্মনিবন্ধনের মতো মৌলিক সেবা পেতেও ঘুষ দিতে হচ্ছে চেয়ারম্যানকে। তারা চেয়ারম্যান ইউছুফকে অবিলম্বে অপসারণ করে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট