1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

ফেনীতে সাউথইস্ট ব্যাংকের একটি শাখা থেকে গ্রাহকদের সঞ্চিত টাকা আত্মসাতের অভিযোগে মো. জিয়াউল হক (৩৬) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ মে) সকালে ফেনী সদর এলাকার পাঠানবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ।

জিয়াউল হক জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম পাঠাননগড় গ্রামের সালমান হাজি বাড়ির আবদুল হকের ছেলে। তিনি সাউথইস্ট ব্যাংকের সিলোনিয়া বাজার শাখায় জুনিয়র অফিসার পদে কর্মরত আছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রাহকদের অর্থ আত্মসাতের অভিযোগ এলে তাদের স্বার্থ বিবেচনায় নিয়ে ব্যাংকের শাখা প্রধান কামরুজ্জামান দাগনভূঞা থানায় মামলা করেন।

অভিযোগ অনুযায়ী, মো. জিয়াউল হক সুকৌশলে ব্যাংকের কিছু গ্রাহকদের জমাকৃত অর্থ আত্মসাৎ করেছেন। ব্যাংকের গ্রাহকের আমানতের নিরাপত্তার বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে মামলা দায়ের হওয়ার পর পুলিশের একটি বিশেষ টিম চারদিনে ফেনী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালায়। পরে সদর থানা এলাকা থেকে আসামি জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সোনাগাজী দাগনভূঞা সার্কেলের সহকারী পুলিশ সুপার তসলিম হোসাইন জানান, আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হবে। এ ধরনের আর্থিক প্রতারণার ঘটনা প্রতিরোধে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট