1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

বিএনপি নেতার বাড়ি থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে বিএনপি নেতার বাড়ির সামনে থেকে সাইফুল ইসলাম বাবু (৪০) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (১১ মে) সকাল ১১টার দিকে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

আটক বাবু শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি। তিনি আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আত্মীয়। বাবু ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন সুজনের মেয়ে। ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী নাজিয়া হাসান নুরহানকে বিয়ে করে আমুর মির্জাপুরের বাড়িতে বসবাস করতেন বাবু।

স্থানীয়রা জানায়, সরকার পরিবর্তনের পর বাবুকে বিএনপি নেতা সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়েরের বাড়িতে প্রায়ই দেখা যেত। শনিবার রাতেও তিনি ওই বাড়িতে ছিলেন বলে দাবি এলাকাবাসীর। রোববার সকালে রাজপাশা গ্রামে বিএনপি নেতার বাড়ির সামনের রাস্তা থেকে তাকে আটক করে শেখেরহাট পুলিশ ক্যাম্পের সদস্যরা। পরে তাকে সদর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে ঝালকাঠি শহরে বিএনপির মিছিলে বোমা হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় এবং আদালতে পাঠানো হয়।

এ বিষয়ে সদর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, “বাবুকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

তবে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ জিয়াউল ইসলাম জুবায়ের দাবি করেন, বাবু তার বাড়িতে ছিলেন না। তাকে থানায় ডেকে নিয়ে গ্রেফতার করা হয়েছে বলে তিনি শুনেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট