1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ফেনীতে ভুয়া এনএসআই কর্মকর্তা আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

ফেনীর ছাগলনাইয়া উপজেলার ভারতীয় সীমান্তবর্তী যশপুর এলাকায় মো. জয়নাল আবেদীন (৪০) নামের একজন ভুয়া এনএসআই কর্মকর্তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ মে) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। জয়নাল আবেদীন উত্তর যশপুর এলাকার মুন্সী আবুল খায়েরের ছেলে।

এর আগে বৃহস্পতিবার (১৫ মে) রাত ৩টার দিকে তাকে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়।

বিজিবির যশপুর বিওপি ক্যাম্প কমান্ডার শাহাজাহান জানান, গত ২০ দিন ধরে জয়নাল সীমান্ত এলাকায় অবস্থান করে হোয়াটসঅ্যাপে এনএসআই লোগো ব্যবহার করে বিজিবি সদস্যদের ফোন করতেন। নিজেকে ফেনী জেলার সোনাগাজী উপজেলার দায়িত্বরত এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি সীমান্ত দিয়ে চোরাইপথে অবৈধ মালামাল প্রবেশ করছে বলে দাবি করে সতর্ক অবস্থান নিতে চাপ সৃষ্টি করতেন।

তিনি আরও জানান, জয়নাল বেশ কিছুদিন ফোনে ভুল তথ্য দিয়ে চোরাকারবারিদের সাথে হাত মিলিয়ে সীমান্তে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। পরে সন্দেহ হলে বিজিবি তার অবস্থান শনাক্ত করে তাকে আটক করে।

ফেনী-৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররাফ হোসেন বলেন, গত কয়েকদিন ধরে ফোন দিয়ে সীমান্ত নিয়ে ভুল তথ্য দিয়ে হয়রানিমূলক কাজ করেন ভুয়া এনএসআই কর্মকর্তা। পরে তাকে বিজিবি লিখিত অভিযোগ দায়ের করে ছাগলনাইয়া থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ৩টায় ভুয়া এনএসআই পরিচয়দানকারী জয়নাল আবেদীনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট