কুড়িগ্রাম জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অবৈধ বালু উত্তোলন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ এবং বজ্রপাত প্রতিরোধে করণীয় নির্ধারণে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া উপজেলা পর্যায়ে সরকারের টেকসই উন্নয়নের জন্য প্রতিটি অসম্পন্ন প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করার আহবান জানান জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা তথ্য অফিসার শাহজাহান আলীসহ আরও অনেকে।
জেলা সমন্বয় কমিটির মিটিং শেষে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দুঃস্থ অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।