1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

নির্ধারিত হাটে গরু না নামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

নির্ধারিত হাটেই গরু নামাতে হবে, কোন হাটে নামাবে ট্রাক বা ট্রলারে সেটির ব্যানার থাকতে হবে, তা না হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গরুর হাটে বিশৃঙ্খলা হয়। রাস্তায় গরু নামাতে পারবে না। হাটের ভেতরে নামাতে হবে। কোন হাটে নামাবে সেটির ব্যানার থাকতে হবে ট্রাক বা ট্রলারে। হাটে আনসার রাখতে হবে। গরুর ডাক্তার রাখতে হবে, ফার্স্ট এইডের ব্যবস্থা করতে হবে। আগামী বছর থেকে ৪ শতাংশ হাসিল নিতে বলা হয়েছে। বর্তমানে ৫ শতাংশ নেয়া হয়।”

তিনি আরও বলেন, “ঈদের ৫ দিন আগে থেকে পরের ৩ দিন বাল্ক হেড চলাচল বন্ধ। রাতে বাল্ক হেড চলবে না। বাস-ট্রেনে অতিরিক্ত যাত্রী নেয়া যাবে না। ট্রাক, ট্রলারে অতিরিক্ত পশু নেয়া যাবে না। আইন না মানলে একশন নেয়া হবে।”

পোশাক খাতে মে মাসের মধ্যে বোনাস, এক থেকে তিন তারিখের মধ্যে বেতন পরিশোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, “পোশাক শ্রমিকদের যৌক্তিক দাবি থাকলে মেনে নিতে হবে। অযৌক্তিক দাবি নিয়ে মাঠে নামলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট