1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার কড়ইবাড়ি গ্রামে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) ও মেয়ে জোনাকি আক্তার (২২)।

পুলিশ সুপার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় নিহতদের পরিবারের আরও একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নিহতদের মাদক কারবারির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, কেউ যদি কোনো অপরাধে জড়িত থাকে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করতে হবে। তবে কোনোভাবেই কাউকে বিচারবহির্ভূত আঘাত করতে পারবে না। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট