দেশের মৎস্য সম্পদ রক্ষা এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে বিগত ৭ দিনব্যাপী দেশব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌ পুলিশ। এই অভিযানে বিপুল পরিমাণে অবৈধ জাল, মাছ, মাছের পোনা এবং চিংড়ি রেনু জব্দ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে ৩৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
নৌ পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানে ৪ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৯৪০ মিটার অবৈধ জাল, ৬,২৬৩ কেজি মাছ, ২০ হাজার মাছের রেনু পোনা, ও ১০ লাখ ২ হাজার চিংড়ির রেনু পোনা জব্দ করা হয়। এ ছাড়া ৩৩৬টি নদী তীরবর্তী ঝোপঝাড় ধ্বংস করা হয়।
অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ৯৪টি বাল্কহেডের বিরুদ্ধে নৌ আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং ১টি ড্রেজার জব্দ করা হয়েছে।
এ সময় মোট ৮৬টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে রয়েছে:
৪৪টি মৎস্য সংক্রান্ত মামলা, ৭টি অপমৃত্যু মামলা, ৩টি হত্যা মামলা, ১টি ডাকাতি মামলা, ১টি চাঁদাবাজি মামলা, ২টি চুরি মামলা, ২টি বালুমহাল মামলা, ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং ২৫টি বেপরোয়া আচরণের মামলা । অভিযানে ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত অবৈধ জাল ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং মাছের পোনা ও চিংড়ির রেনু পানিতে অবমুক্ত করা হয়েছে।
নৌ পুলিশের এই ধারাবাহিক অভিযান দেশের জলজ সম্পদ রক্ষা ও আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।