1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ঢাকা বিমানবন্দরে ৮৯৬ গ্রাম সোনা সহ ২ জন আটক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কার সহ দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ২টায় ক্যানোপী এলাকার কাছ থেকে মোঃ হাছান (৩৯) ও মোঃ শাহাজান (৪৯) নামে দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ তাদের সু-কৌশলে আটক করে।

তল্লাশির সময় মোঃ হাছানের পরিহিত পাঞ্জাবীর পকেট থেকে ৫০২ গ্রাম এবং মোঃ শাহাজানের পকেট থেকে ৩৯৪ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। মোট ৮৯৬ গ্রাম স্বর্ণালঙ্কারের মূল্য আনুমানিক ১,০৭,০৪,৩০০ টাকা হিসেবে নির্ধারণ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারগুলোর মান ২১ ও ২২ ক্যারেট।

পুলিশ বলছে, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদ্বয় জানিয়েছে, তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ বাংলাদেশে নিয়ে আসছিলেন। মোঃ হাছান ও মোঃ শাহাজান দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন এবং রিসিভার হিসেবে কাজ করছিলেন।

এ ঘটনায় বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক।

তিনি জানান, “আমরা নিয়মিতভাবে বিমানবন্দর এলাকায় চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে সচেষ্ট। স্বর্ণ চোরাচালানের গতিবিধি সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে, এবং আমরা এই চোরাচালান প্রতিরোধে দৃঢ় প্রতিজ্ঞ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট