1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

টাঙ্গাইলে চিরনিদ্রায় শায়িত মাইলস্টোনের দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থীর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে তাদের নিজ নিজ এলাকায় জানাজা শেষে স্থানীয় সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে দুই শিক্ষার্থীর বাড়ি সখিপুর ও মির্জাপুরে চলছে শোকের মাতম।
নিহতদের মধ্যে একজনের নাম মেহেনাজ আক্তার হুমাইরা (৮)। সে সখীপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে। হুমাইরা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাবা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক। সকাল সাড়ে নয়টায় হতেয়া কেরানিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হুমাইরার জানাজা শেষে কেরানিপাড়া সামাজিক গোরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় মুসল্লী ছাড়াও সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দল আল রনিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নিহত অপর শিক্ষার্থী মির্জাপুর উপজেলার ওয়ার্শি ইউনিয়নের নগরভাত গ্রাম নয়াপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে তানভীর আহমেদ (১৪)। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সকাল ৯টার দিকে উপজেলার আনদিরপাড়া মাঠে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় মুসল্লী ছাড়াও মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট