1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

বিমান দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির আশঙ্কা করছেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শতাধিক প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি দুর্ঘটনায় নিখোঁজদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানান। গতকাল মঙ্গলবার বিকেলে রংপুর সদর উপজেলার মমিনপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক শোকসভায় এসে এ কথা বলেন জামায়াত আমির।

এর আগে ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া মহানগর জামায়াতের রুকন শাহ আলমের কবর জিয়ারত এবং তার পরিবারের সঙ্গে সাক্ষাতের জন্য রংপুরে আসেন শফিকুর রহমান। শোকসভায় তিনি বলেন, ‘গতকাল (সোমবার) ঢাকার উত্তরায় একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছেন। এখনো অনেক মানুষ হাহাকার করে কাঁদছে। হাসপাতালের বিছানায় তাদের সন্তান নেই। মৃত্যুবরণ যারা করেছেন তাদের তালিকায়ও নেই। তারা কোথায়, সেই তালিকা আমাদের লাগবে।’

চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে জামায়াতের আমির বলেন, ‘এমন একটা বাংলাদেশ চাই, যেখানে আমরা নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। কোথাও আমাদের লোকেরা ঘুষ হাতে তুলে নেবে না এবং ঘুষের জন্য যে হাত বাড়াবে তার হাত অবশ করে দেওয়া হবে।’

সরকার গঠনের সুযোগ পেলে দলের কেউ সরকারি প্লট নেবে না, বিনা শুল্কের গাড়িও ব্যবহার করবে না বলে ঘোষণা দিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘আমরা আগে নিজেদের ঘর সামলাব, তারপর বাইরে সামলাব। এক দেশে দুই আইন চলবে না। আমরা যদি না নিই, কাউকেও নিতে দেব না।’

জামায়াত আমির বলেন, ‘যেদিকে তাকাই, শুধু অপরাধ আর অপরাধই দেখতে পাই। নিকশ কালো অন্ধকার ঢেকে দিয়েছে সারা দেশকে। এসব কালো পর্দা আমরা ছিঁড়ে খানখান করে ফেলব—এমন তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন।’

শোকসভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জামায়াতের রংপুর মহানগর আমির উপাধ্যক্ষ এটিএম আযম খান, সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, সেক্রেটারি মাওলানা এনামুল হক, ছাত্রশিবিরের মহানগর সভাপতি নুরুল হুদা, জেলা সভাপতি ফিরোজ মাহমুদসহ স্থানীয় নেতারা।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট