1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

পাইপলাইনে তেল পরিবহনে নতুন যুগে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
পাইপলাইনে তেল পরিবহনে নতুন যুগে বাংলাদেশ
পাইপলাইনে তেল পরিবহনে নতুন যুগে বাংলাদেশ
বাংলাদেশে জ্বালানি তেল পরিবহনে নতুন যুগের সূচনা হচ্ছে চট্টগ্রাম-ঢাকা পাইপলাইনের মাধ্যমে। চট্টগ্রাম থেকে ২৫০ কিলোমিটার দীর্ঘ ১৬ ইঞ্চি ব্যাসের পাইপলাইনে মাত্র ১২ ঘণ্টায় ৫০ লাখ লিটার তেল পৌঁছাবে ঢাকার নারায়ণগঞ্জে। শনিবার (১৬ আগস্ট) ৩ হাজার ৬৫৩ কোটি টাকার এই প্রকল্পের উদ্বোধন হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানায়, চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করা হবে। আগে শতাধিক কোস্টাল ট্যাংকারে এসব তেল আনতে সময় লাগত ৪৮ ঘণ্টা, এখন লাগবে ১২ ঘণ্টা। এতে বছরে অন্তত ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে।
২০১৮ সালে শুরু হওয়া এই প্রকল্পে চট্টগ্রাম থেকে সিদ্ধিরগঞ্জ পর্যন্ত ২৪২ কিলোমিটার এবং সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত ৮ কিলোমিটার পাইপ বসানো হয়েছে। কুমিল্লায় নতুন ডিপো ও বিভিন্ন স্থানে রিজার্ভারও নির্মাণ হয়েছে। পাইপলাইন নিয়ন্ত্রণের জন্য পতেঙ্গায় অত্যাধুনিক মনিটরিং সেন্টার স্থাপন করা হয়েছে, যেখান থেকে পুরো তেল সরবরাহ প্রক্রিয়া নজরদারি করা যাবে।
বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, জুনের শেষ দিকে ৩২ হাজার টন ডিজেল তিন দিনে সফলভাবে সরবরাহ করা হয়। পরীক্ষামূলক পর্যায়ে ইতিমধ্যেই সাড়ে ৪ কোটি লিটার তেল পরিবহন করেছে পাইপলাইন। উদ্বোধনের পর থেকেই নদীপথের পরিবর্তে পাইপলাইন দিয়েই তেল পাঠানো হবে নারায়ণগঞ্জ ও কুমিল্লার ডিপোতে।
সম্পূর্ণ চালু হলে প্রকল্পটি দেশের জ্বালানি বিতরণ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি সড়কে তেলবাহী ট্যাংকার চলাচল কমে দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট