1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ঢাকায় বিমানবন্দরে ৮৮৭.৫ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ কর্তৃক ৮৮৭.৫ গ্রাম (৭৬ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে ৯:২০ এ বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বরে মোঃ সালেহ ফয়সাল (২৭) কে আটক করা হয়। তার নিকট থেকে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ৩৬,১০,০৫০ টাকা।

একই দিনে দুপুর ১:৪৫ এ ৩৯৫ গ্রাম স্বর্ণ সহ মনিরুল ইসলাম (৩৪) কে আটক করা হয়, যার বাজার মূল্য ৪৬,২১,৫০০ টাকা। এছাড়া, সকাল ১০:২০ এ মাসুম রানা (৩২) কে আটক করে ১৯৯ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের আওতায় দুটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় যে, তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে আনয়ন করছিল।

এয়ারপোর্ট আর্মড পুলিশ কর্তৃপক্ষের দাবি, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ রোধে তারা সম্পূর্ণ সতর্ক রয়েছে এবং ক্রমাগতভাবে এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

এ বিষয়ে আরও তথ্য জানাতে নিজেদের দায়িত্বশীলতার প্রতি জোর দিয়েছেন অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট