দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করেছে সোনার দাম। ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৯ হাজার ৮১২ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এনিয়ে চলতি ফেব্রুয়ারি মাসে তৃতীয়বারের মতো দেশের বাজারে সোনার দাম বাড়ানো হলো।