1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতে মধ্য দিয়ে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা। এতে মুসলিম উম্মার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী। এর আগে, তিনি হেদায়েতি বয়ান করেন।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার পর শুরু হয় আখেরি মোনাজাত। বিশ্ব ইজতেমার ‌এই পর্বে অংশ নিয়েছেন মাওলানা সাদ অনুসারীরা। এটি ছিল বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। এতে অংশ নিতে টঙ্গীর তুরাগ তীরে ইতোমধ্যে ঢল নামে লাখো মুসল্লির।

এর আগে, সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করবেন। যার বাংলা তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হলেই শুরু হবে আখেরি মোনাজাত।

গত ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে শুরু হওয়া জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই ধাপের বিশ্ব ইজতেমা শেষ হয় ৫ ফেব্রুয়ারি।

উল্লেখ্য, ষাটের দশক থেকে প্রতিবছর টঙ্গীর তুরাগ তীরে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি জড়ো হন বিশ্ব ইজতেমায়। লাখ লাখ মুসল্লির বড় এই জমায়েত ২০১০ সাল পর্যন্ত এক পর্বে অনুষ্ঠিত হলেও অতিরিক্ত লোক সমাগমের কারণে পরের বছর (২০১১) থেকে দুই পর্বে আয়োজিত হয়ে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট