1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

দেশের সকল নাগরিককে আমরা সুরক্ষা দেবো: প্রধান উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “দেশের সব নাগরিককে আমরা সুরক্ষা দেবো। কে কোন ধর্মে বিশ্বাস করে সেটা বিবেচ্য নয়।”

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে নিজ কার্যালয়ের শাপলা হলে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৫’ এর উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আমরা এমন এক পরিস্থিতিতে এসে উপনীত হয়েছি, যেখানে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাটাই একটা মস্ত বড় ইস্যু। এখানে কী করণীয় এটাই আমাদের এক নম্বর বিবেচ্য বিষয়।”

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “আইনশৃঙ্খলা ভঙ্গ হলে কী করতে হবে, ওপর থেকে নিচ পর্যন্ত চেইন অব কমান্ড কীভাবে যাবে, কীভাবে কো-অরডিনেশন হবে এই সম্মেলনে এসব নিয়ে আলোচনা হোক। কারও বোঝাবুঝির মধ্যে যেন কোনও গলদ না থাকে। কেননা আমরা সবাই মিলে সরকার, এখান থেকে আমাদের উদ্ধার হতেই হবে।”

নারী ও শিশুদের রক্ষা একটি বিশেষ দায়িত্ব উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, “সংখ্যালঘুদের রক্ষা মস্ত বড় দায়িত্ব। কারণ এর কারণেই সারা দুনিয়া নজর রাখে আমাদের ওপর। আমরা সংখ্যালঘুদের সঙ্গে কী ধরনের ব্যবহার করছি। একটা ছোট্ট ঘটনা সারা দুনিয়াতে বিশাল হয়ে যায়। আমি সেই ভয়ের কারণে শান্তিশৃঙ্খলা বজায় রাখার কথা বলছি না। এটা আমাদের দায়িত্ব। সরকারের দায়িত্ব হলো সকল নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা।”

ড. ইউনূস বলেন, “আমি সংখ্যালঘু সম্প্রদায়কেও বলেছি, আপনারা নিজেদের সংখ্যালঘু হিসেবে দাবি করবেন না। দেশের নাগরিক হিসেবে দাবি করবেন। সংবিধান আপনাকে সেই অধিকার দিয়েছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট