1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ঈদে এক কোটি পরিবার বিনামূল্যে চাল পাবে: খাদ্য উপদেষ্টা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

রোজার ঈদের আগে এক কোটি পরিবারকে ১০ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে খাদ্য উপদেষ্টা এ কথা বলেন।

আলী ইমাম মজুমদার বলেন, “আগামী মার্চ ও এপ্রিলে প্রায় ৭ লাখ টন খাদ্যশস্য বিতরণ করার পরিকল্পনা রয়েছে সরকারের।”

খাদ্য উপদেষ্টা আরও বলেন, “আসন্ন পবিত্র রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। সে কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।”

এর মধ্যে দেড় লাখ টন করে দুই মাসে তিন লাখ টন চাল খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এই চাল ১৫ টাকা কেজি কিনতে পারবে ৫০ লাখ পরিবার। একটি পরিবার পাবে ৩০ কেজি চাল। এর বাইরে মার্চ ও এপ্রিলে ৫০ লাখ টন করে দুই মাসে এক লাখ টন চাল বিতরণ করবে টিসিবি। আর ওএমএসের মাধ্যমে যাবে আরও এক লাখ টন।”

এসব কার্যক্রম চালের সরবরাহ ও দর স্বাভাবিক রাখতে ভূমিকা রাখবে মন্তব্য করে আলী ইমাম মজুমদার বলেন, “বিতরণ কার্যক্রম করবে বিভিন্ন কর্তৃপক্ষ, কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা। ঢাকা মেট্রোপলিটনে এসব কার্যক্রম আগে নিবিড়ভাবে তদারকি হতো না। আমরা ঢাকার সংশ্লিষ্টদের বিশেষভাবে নির্দেশনা দিয়েছি বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট