1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

এবার বাংলাদেশের বিপক্ষে খেলবেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
sports sakib al hasan

আগামী ১০ মার্চ ভারতের রাজস্থানে শুরু হতে যাচ্ছে এশিয়ান লিজেন্ডস লিগ। এই টুর্নামেন্টে সাকিব খেলবেন এশিয়ান স্টার্সের হয়ে। একই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে ‘বাংলা টাইগার্স’ নামে একটি দল আছে। স্পোর্টসকিড়া জানিয়েছে, সাকিব নাকি শুরুতে বাংলা টাইগার্সের হয়ে খেলতে চেয়েছিলেন। কিন্তু সেটি না হওয়ায় সাকিব এশিয়ান স্টার্সে নাম লেখান। তাই এবার তাকে বাংলাদেশি দলের বিপক্ষে খেলতে দেখা যাবে।

বাংলা টাইগার্সের নেতৃত্বে থাকবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া তামিম ইকবাল, তুষার ইমরান, নাদিফ চৌধুরীরা খেলবেন এই দলে। এই টুর্নামেন্টের বাকি তিনটি দল হল আফগান পাঠানস, শ্রীলঙ্কান লায়নস ও ইন্ডিয়ান রয়্যালস। সাকিবদের প্রথম ম্যাচ আফগানদের বিপক্ষে ১০ মার্চ। এর একদিন পর ১২ মার্চ সাকিব মুখোমুখি হবেন তার সাবেক সতীর্থ তামিমের।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সাকিব দেশে ফিরতে পারেননি। দেশের মাটিতে টেস্ট থেকে আবসর নিতে চাইলেও সেটা সম্ভব হয়নি। তাকে ঘিরে মিরপুরে পাল্টাপাল্টি কর্মসূচি, সংঘর্ষসহ অনেক কিছুই হয়েছে। সর্বশেষ কয়দিন আগে ঢাকা প্রিমিয়ার লিগের দল লিজেন্ডস অব রূপগঞ্জে নাম নিবন্ধন করিয়েও তা প্রত্যাহার করেন সাকিব আল হাসান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট