1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেয়ায় অ্যাডমিনকে খুন

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে একজন সদস্যকে বের করে দেওয়ায় খুন হয়েছেন গ্রুপের অ্যাডমিন মুশতাক আহমেদ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে। এ ঘটনায় আশফাক নামের এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

৮ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ

পুলিশ জানিয়েছে, পেশোয়ারে একটি কমিউনিটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনি স্ট্রেটরকে গুলি করে হত্যার পর এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখাওয়ার রাজধানীতে মুশতাককে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী এবং এখানে রক্তাক্ত সহিংসতার ইতিহাস রয়েছে।

এএফপির দেখা মুশতাকের ভাইয়ের বিবৃতি অনুসারে, বিতর্কের পর মুশতাক আশফাককে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, “উভয় পক্ষই দেখা করার এবং পুনর্মিলনের ব্যবস্থা করেছিল। কিন্তু তিনি অভিযোগ করেছেন, আশফাক বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে তার ভাইকে হত্যা করে। তার বিবৃতি অনুসারে, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অপসারণের প্রতিক্রিয়ায়’ আশফাক রেগে গিয়েছিলেন।

এ বিষয়ে এএফপি বলছে, অস্ত্রের সহজলভ্যতা, উপজাতীয় প্রথার প্রভাব ও অনেক ক্ষেত্রে দুর্বল আইন-শৃঙ্খলা পরিস্থিতির কারণে পাকিস্তানে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট