জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন উমামা ফাতেমা। তিনি লিখেছেন, ছাত্ররা বর্তমানে কাকরাইল মোড়ে অবস্থান করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে হাজির হয়েছে। পুলিশের ব্যবস্থাপনার মধ্যে বুলেট ভেস্ট ও গাড়ির ব্যাপক উপস্থিতির বিষয়টি উদ্বেগজনক বলেও অভিহিত করেছেন তিনি।
পোস্টে উমামা উল্লেখ করেন, রমনার দিকের রাস্তায় পুলিশ লাইট বন্ধ করে দিলে ছাত্রদের চেঁচামেচির পর তা আবার চালু করা হয়। তবে ছাত্রদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তারা পুলিশের কাছে বন্দুকের বুলেট লোড করতে দেখেছে। এ ছাড়াও, হেয়ার রোডে ৫ জন শিক্ষক পুলিশের সঙ্গে কথা বলার জন্য গিয়েছিলেন, কিন্তু নিরাপত্তাহীনতার কারণে তারা দ্রুত সেখানে থেকে বেরিয়ে এসেছেন।
তিনি আরও বলেন, “আমি ছাত্র-শিক্ষকের নিরাপত্তা নিয়ে অত্যন্ত শঙ্কিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গায়ে যেন একটিও টোকা না লাগে এবং মাহফুজ আলম ভাইয়ের ওপর বোতল ছুঁড়ে মারার ঘটনার তীব্র নিন্দা জানাই।”
উমামা ফাতেমা আরও দাবি করেছেন, যারা এই সহিংসতার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়বদ্ধ হতে হবে।
তিনি ছাত্রদের আন্দোলনকে যৌক্তিক বলে দাবি করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষে তাদের দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। উমামা ফাতেমা বলেছেন, “আপনারা সরকারে থাকা অবস্থায় কোনোভাবেই জগন্নাথের ছাত্রদের গায়ে একটা টোকাও যাতে না লাগে।”
এই পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রদের নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।