1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

স্ক্রিনশট ফাঁস করলেন নিলা ইসরাফিল

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির নেতা তুষার সারোয়ারের সঙ্গে একটি কথোপকথনের অংশ প্রকাশের পর আলোচনায় আসেন গণমাধ্যমকর্মী নিলা ইসরাফিল। এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনা, যেখানে অনেকেই তাকে ‘আওয়ামী লীগ এজেন্ট’ বলে আক্রমণ করছেন।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব মন্তব্যের জবাব দেন নিলা। তিনি লেখেন, “যারা মনে করছেন আমি কারো এজেন্ট হিসেবে কাজ করছি, তাদের উদ্দেশে বলছি—আমি নিলা ইসরাফিল, আমার পক্ষে আমি একাই যথেষ্ট। সাদা-কালোকে যথাযথভাবে চিহ্নিত করা আমার অভ্যাস, আর এটা আমি একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব মনে করি। তাই অহেতুক কুৎসিত ট্যাগ দিয়ে আমাকে আক্রমণ থেকে বিরত থাকুন।”

এরপর আরেকটি পোস্টে তিনি বেশ কিছু স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দেখা যায়—বিভিন্ন ফেসবুক আইডি থেকে তাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল করা হচ্ছে। এসবের প্রতিবাদ জানিয়ে নিলা লেখেন, “এই হলো আমাদের সমাজ। ‘তু একা না, লক্ষ তু এখনো বিদ্যমান’—এই মানসিকতা আজও আমাদের ঘিরে আছে। এসব মানসিকতা দূর করতে হলে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে, প্রতিবাদ করতে হবে। চুপ থাকার সময় পেরিয়ে গেছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট