1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

শহিদ পরিবার যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু পায়নি: নাহিদ

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে
চট্টগ্রামে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও স্বৈরাচারের দোসররা রয়েছে। তাই শহিদ পরিবারগুলো যে সম্মান পাওয়ার কথা সেই সম্মানটুকু পায়নি। আমরা যখন সরকারে ছিলাম তখন আমরা তাদের নিয়ে বিভিন্ন ধরনের উদ্যোগ নেয়ার ক্ষেত্রে চাপ তৈরি করেছি।

রোববার (২০ জুলাই) সকালে চট্টগ্রামের মোটেল সৈকতে জুলাই শহিদ পরিবারের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় নাহিদ বলেন, আমরা সারাদেশের সব শহিদ পরিবারদের সঙ্গে বসছি। তাদের সবারই কমবেশি একই ধরনের সমস্যা। কিছু জায়গায় সমস্যাগুলো কম, সুযোগ-সুবিধাগুলো পৌঁছেছে বা খোঁজখবর নেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা আপনাদের কাছে কোনো দল হিসেবে আসিনি। আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্যরা আমাদের সঙ্গে ছিল, সে জায়গা থেকে আপনাদের আমরা একটি পরিবার মনে করি। তারা পুরো বাংলাদেশের, দেশের জন্য জীবন দিয়েছেন। তাদের সম্মান প্রতিষ্ঠায় সংগ্রাম করছি।

পরে দুপুরে গাড়ীবহর নিয়ে রাঙ্গামাটির উদ্দেশে যাত্রা শুরু করেন এনসিপির সদস্যরা। বিকেলে সেখানে থেকে কাপ্তাই হয়ে পথসভা শেষ করে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর বিভিন্ স্থানে পথসভা ও বিপ্লব উদ্যানে সমাবেশ করার কথা রয়েছে এনসিপির। এই কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট