1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

বঙ্গোপসাগরে নিম্নচাপে বরগুনায় অস্বাভাবিক জোয়ার

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরগুনায় হঠাৎ করেই জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। শনিবার (২৬ জুলাই) জেলার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীতে জোয়ারের পানি বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হয়। এতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয় এবং চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার জোয়ারের পানি রেকর্ড করা হয়েছে ২ দশমিক ৩১ মিটার, যা বিপদসীমার ৩৪ সেন্টিমিটার ওপরে। অন্যদিকে, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার সকাল ৯টা পর্যন্ত ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

জোয়ারের পানি ঢুকে পড়ে বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরিঘাট, পোটকাখালী ও কুমড়াখালী আবাসন প্রকল্প, কলেজ রোড, পশু হাসপাতাল সড়ক, চরকলোনি, মাঝের চরসহ একাধিক এলাকায়। একইভাবে তালতলী উপজেলার নিদ্রা, সকিনা, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সংলগ্ন অঞ্চলেও পানি প্রবেশ করে।

জোয়ারের কারণে বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটের গ্যাংওয়ে কোমর সমান পানিতে তলিয়ে যায়, ফলে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আমতলী-পুরাকাটা ও বড়ইতলা-বাইনচটকি রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এতে যোগাযোগে স্থবিরতা দেখা দেয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জোয়ারের পানি এত দ্রুত ও হঠাৎ করে বেড়ে যাবে তা কেউ ধারণাও করতে পারেননি। অনেক পরিবার ঘর থেকে পানি সরে না যাওয়ায় দিনভর পানিবন্দি অবস্থায় ছিলেন। তবে জেলা প্রশাসন জানিয়েছে, এখন পর্যন্ত কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট