1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ছাত্রদলের নেতাকর্মীদের স্লোগানে মুখরিত শাহবাগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সমাবেশ। দুপুর গড়াতেই নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে শাহবাগ চত্বর। সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসতে থাকেন ছাত্রদল নেতাকর্মীরা।

রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ে টিএসসির দিকে মুখ করে মঞ্চ নির্মাণ করা হয়েছে। কেন্দ্রীয় নেতারা মঞ্চে উপস্থিত ছিলেন এবং দুপুর ২টা থেকে মূল সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। সমাবেশের প্রস্তুতি ঘিরে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। শাহবাগ থেকে কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, শাহবাগ থানা হয়ে মৎস্য ভবন পর্যন্ত রাস্তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে জরুরি চিকিৎসাসেবার জন্য অ্যাম্বুলেন্স চলাচলের সুযোগ দেয়া হচ্ছে।

সমাবেশে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মাথায় জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ব্যান্ড ও ফেস্টুন পরে, দলের পতাকা হাতে নিয়ে মিছিল করে উপস্থিত হন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। উল্লেখযোগ্য স্লোগানগুলোর মধ্যে রয়েছে- ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন বলেন, ‘অতীতে ছাত্ররাজনীতি কলুষিত ছিল। এখন আমরা একটি ইতিবাচক ও গ্রহণযোগ্য রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’

সমাবেশে ভার্চ্যুয়াল মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিশেষ অতিথি থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট