1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

মেসির ইনজুরি নিয়ে যা জানাল ইন্টার মায়ামি

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ইন্টার মায়ামির জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয়া লিওনেল মেসি আবারও ইনজুরিতে পড়েছেন। ৩৮ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলার মাত্র ১১ মিনিটে ইনজুরিতে পড়েন এবং মাঠ ছাড়তে বাধ্য হন।

রোববার (৩ আগস্ট) নেকাক্সার বিপক্ষে ম্যাচের শুরুতে আক্রমণে যাওয়ার সময় দুই নেকাক্সা ডিফেন্ডারের ট্যাকলে মাটিতে লুটিয়ে পড়েন মেসি। এর পর আর খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। ফলে ম্যাচের প্রথমার্ধে মেসিকে মাঠ ছাড়তে হয়।

সোমবার (৪ আগস্ট) ইন্টার মায়ামি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেসির ডান পায়ের পেশীতে সামান্য আঘাত লেগেছে। তবে তার মাঠে ফেরা নির্ভর করবে মেডিকেল ট্রিটমেন্ট এবং মেসির ইনজুরি কাটিয়ে ওঠার গতির ওপর। ক্লাব কর্তৃপক্ষ মেসির ফেরার জন্য কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করেনি। তবে যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে, দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে মেসিকে। ‘দ্য সকার বিজনেস’ সূত্রে জানা গেছে, মেসিকে তিন থেকে চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।

এই ইনজুরি যদি তিন থেকে চার সপ্তাহের জন্য স্থায়ী হয়, তবে লিগস কাপে তার ফেরার সম্ভাবনা খুবই কম। এছাড়া, এমএলএসের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচও মিস করবেন তিনি। মায়ামির পরবর্তী লিগস কাপ ম্যাচ হবে ৭ আগস্ট, যেখানে তারা ইউনিভার্সিদাদ ন্যাকিওনালের বিপক্ষে খেলবে। ৩১ আগস্ট ফাইনাল হতে যাওয়া এই টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যদি মায়ামি পৌঁছালেও মেসিকে দলে পাওয়া যাবে না বলেই মনে করা হচ্ছে।

১০ আগস্ট অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে এমএলএস অভিযান পুনরায় শুরু করবে মায়ামি। এরপর ১৬ আগস্ট এলএ গ্যালাক্সি, ২৩ আগস্ট ডিসি ইউনাইটেড এবং ৩০ আগস্ট শিকাগো ফায়ারের বিপক্ষে মাঠে নামবে তারা। কিন্তু এই ম্যাচগুলো মিস করতে হতে পারে মেসিকে, যদি তার ইনজুরি ৩-৪ সপ্তাহের জন্য দীর্ঘস্থায়ী হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট