গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে গণভবন অভিমুখে এক বিশাল সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ভোরে ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) এই র্যালির আয়োজন করা হয়, যাতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
জাতীয় রাজনীতিতে ৫ আগস্টের ঐতিহাসিক তাৎপর্য স্মরণ ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ র্যালির আয়োজন করা হয়। র্যালিটি সকালে বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে রাজধানীর গণভবনে গিয়ে শেষ হয়।
অংশগ্রহণকারীরা বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে তাদের বার্তা তুলে ধরেন।
আয়োজকরা জানান, এই র্যালির মাধ্যমে তারা শিক্ষার্থীদের মধ্যে গণঅভ্যুত্থানের ইতিহাস ও গণতান্ত্রিক অধিকার আদায়ের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন।
এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা, প্রচার সম্পাদক সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরজাদ ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান উল্লেখযোগ্য।