1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

দুশ্চিন্তা কমানোর সহজ উপায়

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

জীবনের নানা জটিলতা ও ব্যস্ততার মধ্যে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকা বেশ কঠিন। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ ও কার্যকর অভ্যাস মেনে চললেই মানসিক চাপ অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অতিরিক্ত টেনশন শুধু মন নয়, শরীরেও নানা দীর্ঘমেয়াদী অসুখের ঝুঁকি বাড়ায়—যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি। আমেরিকার স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট ‘হেলথলাইন’-এর তথ্য অনুযায়ী, দুশ্চিন্তা কমাতে নিচের ৫টি উপায় অনুসরণ করতে পারেন:

১. প্রতিদিন কয়েক মিনিট সময় বের করে মেডিটেশনের অভ্যাস গড়ে তুলুন। চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস-প্রশ্বাস নেয়া ও মনকে নিরবতা দিতে চেষ্টা করা—এই সাধারণ অভ্যাসই টেনশন দূর করতে সাহায্য করে।

২. ঘুম টেনশন কমানোর সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায়। দীর্ঘ ও গভীর ঘুম মস্তিষ্ককে বিশ্রাম দেয়, মনকে করে সতেজ। ঘুমের ঘাটতি মানসিক চাপে আরও ইন্ধন যোগাতে পারে।

৩. মন খারাপ হলে আনন্দদায়ক অথবা প্রিয় গান শুনুন। দুঃখের বা আবেগতাড়িত সঙ্গীত এড়িয়ে চলা ভালো। হালকা বা প্রেরণাদায়ী গান মানসিক ভারমুক্তিতে সহায়ক।

৪. শরীর সচল থাকলে মনও সচল থাকে। প্রতিদিন কিছু সময় হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস গড়ে তুলুন। এতে মন ভালো থাকে, দুশ্চিন্তা হ্রাস পায়।

৫. মন খারাপ হলে আপনার পছন্দের কাজটি করুন—হোক সেটা বই পড়া, ছবি আঁকা, রান্না, গার্ডেনিং বা শপিং। কাছের মানুষদের সঙ্গে সময় কাটান। সঙ্গে স্বাস্থ্যকর খাবার খেতে ভুলবেন না। টক দই, ডার্ক চকলেট, বাদাম, ওটস, রসুন, হলুদ, গ্রিন টি, বেরি জাতীয় ফল ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার দুশ্চিন্তা কমাতে কার্যকর ভূমিকা রাখে।

৬. দুশ্চিন্তা কমানো কোনও ম্যাজিক নয়, বরং অভ্যাসের বিষয়। প্রতিদিন একটু সচেতন হলে এবং নিজেকে ভালো রাখার চেষ্টা করলে মানসিক চাপ থেকে অনেকটাই মুক্ত থাকা সম্ভব।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট