1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

শাহজালালে ২ কোটি টাকার স্বর্নসহ দুইজনকে আটক করেছে এপিবিএন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক অভিযানে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৫৭৭ গ্রাম স্বর্ণালংকারসহ দুইজনকে আটক করেছে। আটককৃতদের নাম মোঃ শরীফুল আলম (৩০) এবং মোঃ জুবায়ের (৩৬)।

শনিবার সকালে ০৯:২৫ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের আগমনী ০১ ও ০২ নং ক্যানোপী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে  আটককৃতরা পলানোর চেষ্টা করে। তবে এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা তাদের দ্রুত আটক করে।

তল্লাশি অভিযানে আটককৃতদের ব্যবহৃত প্রাইভেট কারের সিটের মাঝখানে একটি টুলবক্সে ১৩টি কফি কালারের ছোট ব্যাগের ভেতর থেকে ১৫৭৭ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালের আনুমানিক বাজার মূল্য ১,৯২,৩৯,৪০০ টাকা।

পুলিশ বলছ, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুইজন জানিয়েছে, তারা বিদেশি যাত্রীদের সহযোগিতায় অজ্ঞাতনামাভাবে স্বর্ণালংকারগুলো বাংলাদেশে আনে এবং দীর্ঘদিন ধরে বিমানবন্দরের স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। আটকের পর তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট এপিবিএন-এর অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ” আমরা চোরাচালান এবং অন্যান্য অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করছি। সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালানের ঘটনা বেড়েছে, তাই আমরা সর্বদাই সতর্ক।”

এ ঘটনায় বিমানবন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে চোরাচালান রোধ করা যায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট