1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

ভূমি অফিসে যেসব সেবা পাবেন

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

দেশের নাগরিকের জন্য জমিজমা বিষয়ক জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব জানতে উপজেলা পর্যায়ে গড়ে তোলা হয়েছে ভূমি অফিস। উপজেলা পর্যায়ে ভূমিসংক্রান্ত যে কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন ‘এসিল্যান্ড’ বা ‘সহকারী কমিশনার (ভূমি)’। পদটি দেশ ও জনগণের ভূমি‑ব্যবস্থাপনা‑শৃঙ্খলায় গুরুত্বপূর্ণ স্থানে থেকে কাজ করার সুযোগ দেয়।

তাই ভূমি বিষয়ক যে কোনো সমস্যা বা জিজ্ঞাসার জন্য ভূমি অফিস বা ভূমি সহায়তা কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। তার আগে জেনে নিই ভূমি অফিসের সেবাসমূহ সম্পর্কে—

উপজেলা ভূমি অফিসের সেবাসমূহ

> হাটবাজারের চান্দিনা ভিটি একসনা বন্দোবস্ত প্রদান
> অর্পিত সম্পত্তির লিজের নাম পরিবর্তনসহ লিজ নবায়ন
> খতিয়ানের করণিক ভুল সংশোধন
> বন্দোবস্তকৃত খাস জমির দখল বুঝিয়ে দেওয়া
> ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান
> হাট বাজারের চান্দিনা ভিটি ব্যবহারের লাইসেন্স নবায়ন
> নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণের আদেশের রিভিউ
> হাটবাজারের চান্দিনা ভিটি ভূমি ব্যবহারের লাইসেন্সধারীর নাম পরিবর্তনসহ নবায়ন
> নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণ
> অকৃষি খাস জমি বন্দোবস্ত প্রদান
> ভূমি উন্নয়ন কর নির্ধারণীর আপত্তি নিষ্পত্তি
> আদিবাসিদের জমি হস্তান্তরের অনুমতি প্রদান
> দেওয়ানী আদালতের রায় বা আদেশ মূলে রেকর্ড সংশোধন
> জমির অখণ্ডতার সনদের জন্য আবেদন নিষ্পত্তিকরণ
> পরিত্যক্ত সম্পত্তির (এপি) ইজারাগ্রহীতার নাম পরিবর্তন
> নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণ কেসের ডুপ্লিকেট খতিয়ান প্রদান
> সিকস্তি জনিত ভূমি উন্নয়ন করের হার পুনর্নির্ধারণের আবেদন নিষ্পত্তি
> ভূমির শ্রেণি পরিবর্তনের আবেদন নিষ্পত্তি
> রিটার্ন বাতিল বা রিটার্ন দাখিলের মাধ্যমে ভূমি উন্নয়ন কর হার নির্ধারণ
> করাতকল স্থাপনের জন্য জমির মালিকানার প্রত্যয়নপত্র প্রদান
> নামজারি ও জমাভাগ বা জমা একত্রিকরণ বা বিবিধ কেসের আদেশের নকল বা সার্টিফাইড কপি প্রদান
> অর্পিত সম্পত্তির লিজ নবায়ন
> পরিত্যক্ত সম্পত্তি (এপি) ইজারা প্রদান
> ভূমি উন্নয়ন কর নির্ধারণে ভূমির ব্যবহার ভিত্তিক শ্রেণি পরিবর্তনের আবেদন নিষ্পত্তি
> পরিত্যক্ত সম্পত্তি (এপি) ইজারা নবায়ন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট