ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা সমু চৌধুরী। সাম্প্রতিক সময়ে বেশ ভাইরাল হয়ে আলোচনায় উঠে আসেন এ অভিনেতা। টাঙ্গাইলের গফরগাঁওয়ের মিসকিন মাজারের গাব গাছতলায় মাটির ওপর মাদুর পেতে গামছা পরে গভীর ঘুমে আচ্ছন্ন থেকে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যান। সেই ছবি ও ভিডিও নিয়ে বেশ তোলপাড় হয়।
এই ঘটনায় পর থেকে তার মানসিক সুস্থতা নিয়ে নানা প্রশ্ন ওঠে। তবে সমু চৌধুরী এখন সুস্থ আছেন। সম্প্রতি একটি পত্রিকার স্টুডিওতে হাজির ছিলেন সমু চৌধুরী। সেখানে নিজের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে কথা বলেন।
জানান, তিনি এখন প্রায়ই বেড়িয়ে পড়েন। নিজের জগতে, নিজের মতো করে।
দীর্ঘ কথোপকথনে সমু চৌধুরী জানান, তিনি ভবের পাগল নন, ভাবের পাগল। ইদানীং প্রায়ই মাজারে যাচ্ছেন তিনি।
দেখছেন, বুঝছেন, ভাবছেন। সমু চৌধুরী বলেন, ‘আমি যাচ্ছি। এ কারণে যে আমি পাগল দেখতে যাচ্ছি। আমারে যে পাগল বলল, আমি কত বড় পাগল? আমার চেয়ে অনেক বড় বড় পাগল আছে ভাই। পাগল হয়ে যেতে হয় নিজেকে।
পাগল হতে হলে অতি সাধারণ হতে হয়। এতো অতি সাধারণ আমাদের পক্ষে হওয়া সম্ভব না নয় এ চেহারা নিয়ে। তাহলে চলে যেতে হবে মাঠে হাটে-ঘাটে। কিন্তু আমাদের দায়িত্ব আছে এ পৃথিবীতে। এ দায়িত্বটা পালন করেই যেতে হবে। তা না হলে সবাই বলবে হেরে গেছ।’
আউলিয়া হওয়া এত সোজা না উল্লেখ করে সমু চৌধুরী বলেন, ‘আমার মতো এত ভাইরাল হও না ল্যাংটা হয়ে! পারবা? আছে কোনো আর্টিস্ট? কলিজা আছে? দেখা তো একটা আর্টিস্টকে। এটা সমু হইসে, সমু পাগল। সমু চৌধুরী অনেক বড় জিনিস। তাকে তো তোরা ধরতে পারবি না। কিন্তু সমু পাগলের কাছে তোরা যাইতে পারবি। কারণ সে তো সাধারণ মানুষের।’