গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, ‘দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ ও ফ্যাসিবাদ কখনো বন্ধ হবে না।’
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্টে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, ‘খুনি হাসিনা, ওবায়দুল কাদের ও শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এ নিয়ে জাতি কোনো টালবাহানা সহ্য করতে পারে না। প্রয়োজন হলে আরো ১০টি ট্রাইব্যুনাল বসাতে হবে।’
তিনি বলেন, ‘এনসিপি সরকারের পৃষ্ঠপোষকতা পাচ্ছে। এটা আমার কথা নয়, এমনকি টিআইবি প্রধান তাদের কিংস পার্টি বলে আখ্যা দিয়েছেন। এ ছাড়া এনসিপি সমর্থিত দুই উপদেষ্টা পদ নিয়ে তাদের মতো করে দেশ চালাচ্ছেন।’
তিনি আরো বলেন, ‘প্রত্যেক উপদেষ্টা দুর্নীতি করছেন। তারা এখন নিজেদের আখের গোছাতে ব্যস্ত। ডিসি নিয়োগ থেকে শুরু করে সব কিছুতেই দুর্নীতির ছোঁয়া লেগে আছে। ১৬ বছর বিএনপি-জামায়াতের তকমা গায়ে লাগানো আমলারা এখন আবার নির্যাতিত ও পদ বঞ্চিত দাবি করছেন।’
জেলা গণ অধিকার পরিষদের সভাপতি শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনাসভায় অন্যদের মধ্যে সাবেক সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন, যুব অধিকারের সভাপতি রাকিবুল হাসান রকিব, যুবনেতা মো. মিশন আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদ মো. রায়হান হোসেন রিহান বক্তব্য দেন।