1. info@www.fnnews24.com : এফ এন নিউজ ২৪ :

এফ এন নিউজ ২৪

টেলিগ্রামে চাকরির প্রলোভনে কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ১

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

টেলিগ্রামে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা করে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হুন্ডি কার্যক্রম চালানো চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত ব্যক্তির নাম নয়ন আলী (৩৪), বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টার জানায়, ভুক্তভোগীদের প্রথমে হোয়াটসঅ্যাপে অজ্ঞাত নম্বর থেকে লোভনীয় চাকরির প্রস্তাব দেওয়া হতো। এরপর টেলিগ্রাম অ্যাপে যুক্ত করে বিভিন্ন টাস্ক সম্পন্ন করিয়ে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে অর্থ প্রদান করা হতো। এভাবে বিশ্বাস অর্জনের পর বড় অঙ্কের বিনিয়োগে প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেওয়া হতো, যা পরে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হুন্ডি হয়ে বিদেশে পাচার করা হতো।

গত ১৩ আগস্ট ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে নয়ন আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, নিজের ও বোন মাসরুফার ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে চক্রের কার্যক্রমে সহায়তা করতেন এবং প্রতি এক লাখ টাকার লেনদেনে এক হাজার টাকা কমিশন নিতেন। গত তিন মাসে তিনি এভাবে প্রায় চার লাখ টাকা আয় করেন বলে জানান।

সিআইডি জানায়, নয়ন আলীর অ্যাকাউন্টে গত তিন মাসে প্রায় ৪ কোটি টাকা লেনদেন হয়েছে। তিনি স্বীকার করেছেন, এসব অর্থ ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হুন্ডি হয়ে বিদেশে গেছে। এই চক্রের মূলহোতা মেহেদী হাসান (৩০) এবং নয়নের পরিচিত চাচা জুহুরুল ইসলাম (৪০)কে গ্রেফতারের চেষ্টা চলছে।

নয়ন আলীর বিরুদ্ধে ঢাকার ক্যান্টনমেন্ট ও ধানমন্ডি থানায় দুটি মামলা এবং চট্টগ্রামে একটি মামলা রয়েছে। সিআইডি সাধারণ মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা বিনিয়োগ প্রস্তাব থেকে বিরত থাকার এবং সন্দেহজনক কার্যকলাপ দেখলে তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট